মালদা

নির্বাচনে যুক্ত প্রসাইডিং অফিসারের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মালদা জেলায় শিক্ষকদের মৌন মিছিল

দিন কয়েক আগেই সারা রাজ্যে সম্পন্ন হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিড়ে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই মতো পঞ্চায়েত নির্বাচনের দিন নির্বাচন চলা কালীন রাজকুমার রায় নামে এক প্রসাইডিং অফিসার বুথ থেকে নিখোঁজ হয়ে যান। এরপর তার ক্ষত বিক্ষত নিথর দেহটি এলাকার এক রেল লাইনের ধার থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আস্তেই ক্ষোভে ফেটে পড়েন নির্বাচনে যুক্ত ভোট কর্মীরা। সেই ঘটনার রেস এবার এসে পড়ল মালদা জেলায়। শনিবার রাতে এই ঘটনার প্রতিবাদ জানাতে মালদা শহরের ফোয়ারা মোড়ে একত্রিত হয় নির্বাচনে যুক্ত বহু শিক্ষক। এদিন হাতে মোমবাতি নিয়ে ফোয়ারা মোড় থেকে এক মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ফোয়ারা মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে মোমবাতি জ্বালিয়ে মৌন প্রতিবাদে মুখর হন শিক্ষকরা।

এদিনের এই মৌন প্রতিবাদে সামিল হওয়া এক শিক্ষক অম্লান চক্রবর্তী বলেন, তারা মানুষ, সরকারের হয়ে ভোট নিতে যান কিন্তু সরকার তাদের কাঠপুতুল ভেবে খেলছে। তারা নির্বাচনে টাকা চাননা, চাই তাদের নিরাপত্তা। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/sg-DuO1us84